BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভারতীয় এক লক্ষ রুপিসহ হোসেন আলী (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শনিবার (১২ এপ্রিল) দুপুর আড়াই টায় নেকমরদ সরকারি কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। হোসেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে হোসেন আলীকে আটক করেন। এসময় তার কাছে এক লক্ষ ভারতীয় রুপি পাওয়া গেছে। পরে তাকে রাণীশংকৈল থানায় সোপর্দ করা হয়। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক আরো জানান,আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।