BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের বেশিরভাগ দোকানই ছিল কাঠের তৈরি এবং ঘনবসতিপূর্ণ, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।স্থানীয় বাসিন্দা মো. আজগর আলী জানান, আশপাশে ফায়ার সার্ভিস না থাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে স্থানীয় মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষণে বাজারের অধিকাংশ দোকানই পুড়ে যায়।