BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চা—শুধু একটি পানীয় নয়, অনেকের জীবনের আবেগ, অভ্যাস আর ভালোবাসার নাম। ছোট পর্দার ব্যস্ত তারকারা কেউ কেউ চায়ের প্রেমে পাগল, কেউ আবার কফিপ্রেমী হলেও বৃষ্টির দিনে চায়ের বিকল্প খুঁজে পান না। চা নিয়ে তাদের নানা অভিজ্ঞতা, গল্প আর মজার স্মৃতিই তুলে ধরেছেন তারা বিশেষ দিনে।আইশা খানের চায়ের টানে ভ্রমণ:অভিনেত্রী আইশা খান চায়ের এতটাই ভক্ত যে চায়ের স্বাদ নিতে দার্জিলিং, নেপাল ও শ্রীলঙ্কা পর্যন্ত ছুটে গেছেন। তিনি বলেন, “সকালের এক কাপ চা না হলে আমার ঘুমই কাটে না। মা আগে শীতে চায়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিতেন—মসলা চা যাকে বলে। ২০২৩ সালে দার্জিলিং গিয়ে মসলা চায়ের প্রেমে পড়ে যাই।”তিনি আরও জানান, শ্রীলঙ্কার নুয়ারা এলিয়ার একটি বিখ্যাত টি ফ্যাক্টরি থেকে মসলা টি, স্ট্রবেরি টি ও গ্রিন টি এনেছেন। গলায় চাপ কমাতে তিনি স্বাস্থ্যকর চায়ের দিকেই ঝুঁকেন। তবে দুধ–চা তাঁর সব সময়ের প্রিয়। দাদুর সঙ্গে দুধ–চা আর বাকরখানির স্মৃতি এখনো তাঁর সঙ্গী।