BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষ শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।