BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাত্র দেড় মাসও টিকল না জিম্বাবুয়ের করা ৩৪৪ রানের বিশ্ব রেকর্ড। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ সিকিমের বিপক্ষে বরোদা গড়ে ফেলেছে নতুন বিশ্ব রেকর্ড। ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে বরোদা ৫ উইকেটে ৩৪৯ রান করে ভেঙে দিয়েছে জিম্বাবুয়ের রেকর্ড।ছক্কার ঝড়ে সিকিমকে উড়িয়ে দিল বরোদাগাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৩৪৪ রান করার সময় ২৭টি ছক্কা মেরেছিল। কিন্তু বরোদার ব্যাটসম্যানরা ছক্কার ঝড় তুলে এদিন মারেন ৩৭টি ছক্কা। শাশোয়াত রাওয়াত ও অভিমন্যুসিং রাজপুতের বিধ্বংসী সূচনায় ৫ ওভারেই বরোদার স্কোর পৌঁছে যায় ৯২-তে। এরপর ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কি পুরোপুরি বিধ্বংসী রূপে ঝড় তোলেন।