BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৫ব্যাংক পরিচালকদের জন্য ঋণ গ্রহণের শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে বৃহস্পতিবার (৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় পরিচালকদের সরাসরি বা পরোক্ষভাবে নেওয়া ঋণ, এমনকি বেনামি ঋণও কঠোর নিয়ন্ত্রণে আনা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যাংকের পরিচালক এখন থেকে ওই ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি ঋণ নিতে পারবেন না। এক কোটি টাকার বেশি ঋণ নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক। একই নিয়ম প্রযোজ্য হবে পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি বেনামি সুবিধাভোগীদের ক্ষেত্রেও। ফলে বেনামি ঋণের অপব্যবহার রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্লেষকেরা।