BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার (০৬ এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা জানান ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও নব উদ্যমে তাদের কাজ আরম্ভ করেছেন।