চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
০৫ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন—
“বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। চাঁদপুরে এই উপ-আঞ্চলিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজতর করবে।”
সভাপতিত্ব করবেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এড. শাহজাহান মিয়া।
নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। ছবিঃ বিডিসিএন২৪
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম আবদুল মাননান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, এনসিপি জেলা সমন্বয়ক মাহবুব আলম।
অনুষ্ঠানে চাঁদপুর উপ-আঞ্চলিক পরিচালক ইব্রাহিম খলিল সহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপাচার্য ও অতিথিবৃন্দ ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!