চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের এলাকায় ফের উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত পুরো এলাকায় জনসমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েতসহ সব ধরনের সভা নিষিদ্ধ থাকবে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে ২ নম্বর গেটের একটি বাসায় দারোয়ানের হাতে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে রোববার সকালে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ঘটনাস্থলে গেলে তিনিও স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে পড়েন।
সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা এ ঘটনার বিচার দাবি করে প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অন্যদিকে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসায় ক্যাম্পাস ও আশপাশে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
শিক্ষার্থী, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে হলে ফেরার পথে ওই ছাত্রীকে গেট খুলতে দেরি করায় দারোয়ানের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দারোয়ান তার ওপর হাত তোলেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!