ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে শুরু হচ্ছে ‘শীতকালীন বইমেলা ২০২৫ সিজন ০২’। মেলাকে ঘিরে বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে কোরআনি মজমা ও কোরআন কুইজ প্রতিযোগিতা, যা তরুণদের মধ্যে কোরআনপ্রীতি ও পাঠাভ্যাস জাগিয়ে তুলবে বলে আশা আয়োজকদের।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে শুরু হচ্ছে চারদিনব্যাপী শীতকালীন বইমেলা ২০২৫। গত বছরের মতো এবারও টিএসসির পায়রা চত্বরে বইপ্রেমী ছাত্র-শিক্ষক ও সাধারণ শিক্ষানুরাগীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ প্রত্যাশা করা হচ্ছে।
কোরআন বিষয়ক সাধারণ জ্ঞান, কোরআনপ্রেম এবং পাঠাভ্যাসের প্রতি আগ্রহ বাড়াতে বারাকাহ ফাউন্ডেশন আয়োজন করেছে “কোরআনি মজমা ও কোরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫”। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলের প্রায় শতাধিক শিক্ষার্থী।
বিজয়ীদের মাঝে প্রদান করা হবে কোরআন ও ইসলামি চিন্তা-দর্শন সংশ্লিষ্ট বইসহ লক্ষাধিক টাকার পুরস্কার।
অনুষ্ঠানটির ঘোষণার পরপরই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে চলছে পোস্টারিং, ব্যানার, ব্যক্তিগত আমন্ত্রণপত্র বিতরণ ও স্ট্রিট দাওয়াহ কার্যক্রম। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আন্তরিকতা এই আয়োজনকে ইতোমধ্যেই সফল করে তুলেছে।
আগামী ৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।
বারাকাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল মাহমুদুল হাসান সাগর বলেন,
“আমরা চাই ঢাবির শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুক, কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করুক। এই আয়োজন নিছক বইমেলার গণ্ডি পেরিয়ে জ্ঞান, চরিত্র ও মানবিকতার এক মিলনমঞ্চে পরিণত হবে— ইনশাআল্লাহ।”
আয়োজক সূত্র জানায়, প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আবাসিক হলে প্রচারণা টিম কাজ করছে। পাশাপাশি চলছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, পোস্টারিং ও ভিডিও প্রচারণা, যাতে আরও বেশি শিক্ষার্থী অংশ নিতে উৎসাহিত হয়।
লগইন
ঢাবিতে শুরু হচ্ছে -কোরআনি মজমা ও কুইজ প্রতিযোগিতা | ছবিঃ বিডিসিএন২৪ গ্রাফিক্স
মন্তব্য করার জন্য লগইন করুন!