logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল । ছবি প্রতিনিধী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী। মনোনয়রপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন প্রার্থী।


সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চাঁদপুর-৫ আসনে ৪ জন দলীয় ও ৩ জন স্বতন্ত্র’সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর-৫ আসনে ৪ জন দলীয় ও ৩ জন স্বতন্ত্র’সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন ৭ প্রার্থী। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০ জন এবং জমা দিয়েছেন ১২ জন প্রার্থী।


চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন৯ জন এবং সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৫ জন এবং জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। এছাড়া

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১ জন এবং জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এ বিষয়ে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, 'নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আইন ও আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।"

তিনি আরও বলেন, 'আগামী দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী সব নির্বাচন কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।" "নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হবে।


চাঁদপুর-১ (কচুয়া): এই আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। এই আসন থেকে তিনি এর আগে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামিক গুলার মুহাদ্দিস আবু নছর আসরাফী। তিনি এই প্রথম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই আসন থেকে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মনোনয়রপত্র দাখিল করেনি। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯শ ৩৩জন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। তিনি ২০১৮ সালে এই আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন। এই আসনে সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নূরুল হুদার ছেলে তানভীর হুদা বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকি। তিনি যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৫১ হাজার ৯শ' ৬জন।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ৫টি আসন থেকে নৌকার মাঝি হতে চান ৪৪ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ৫টি আসন থেকে নৌকার মাঝি হতে চান ৪৪ জন

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর): এই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ২০১৮ সালে এই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলামী থেকে প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আছেন সাংবাদিক মো. জাকির হোসেন। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৮১১জন।


চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হারুনুর রশিদ। তিনি ২০০৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। নির্বাচনে প্রতিদ্বন্দিতা তার জন্য এই প্রথম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মকবুল হোসাইন। তিনি সংগঠনের কেন্দ্রীয় সংখ্যালঘু সম্পাদক। এই আসনে ভোটার সংখ্যা ২লাখ ৪৬ হাজার ৪৪জন।


চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ): এই আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি এর আগে ২০০৮ সালে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের অধিক ভোট পান। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন। তিনি শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। তিনি সংগঠনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৩শ' ৬৫জন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেখ মহসীন, সম্পাদক

image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ জন প্রার্থী। মনোনয়রপত্র সংগ্রহ করেছিলেন মোট ৭০ জন প্রার্থী।


সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।