BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতার সরকারের দেওয়া একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে তিনি বাংলাদেশে ফিরছেন।আগামী সোমবার (৬ মে) লন্ডন থেকে রওনা দিয়ে মঙ্গলবার (৭ মে) তিনি ঢাকায় পৌঁছাবেন বলে বিএনপির মিডিয়া উইং নিশ্চিত করেছে।বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছে কাতারের আমির, যা এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অনুরোধে। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।