BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হক : শনিবার (০৬ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চাঁদপুর এর আয়োজনে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।পুলিশ সুপার বলেন, “খাদ্য ব্যয় কমানো, টেকসই খাদ্য উৎপাদন এবং সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জরুরী। নিরাপদ খাদ্য আমাদের সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুর জেলা পুলিশ ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রণীত বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করবে।"