BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা,দাফন সম্পন্ন, এমনকি কুলখানিও হয়ে গেছে। শোকে ডুবে আছে পরিবার। কিন্তু দাফনের ৯ দিন পর বাড়িতে হাজির হয়ে গেলেন নিখোঁজ তরুণী রোকসানা আক্তার (৩০)। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামে।এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোকসানাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। রোকসানা মৃত তাজুল ইসলামের মেয়ে।জানা গেছে, চলতি বছরের মে মাসের শেষ দিকে রোকসানা চট্টগ্রামে ছোট ভাই সালাহ উদ্দিনের বাসায় বেড়াতে যান। ১ জুন ভোরে কাউকে না জানিয়ে বেরিয়ে যান রোকসানা। এরপর দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলে না।ঈদুল আযহার দিন বিকেলে ফেনী শহরের ভাড়া বাসায় থাকা রোকসানার খালাতো বোন হাজেরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পান ফেনী শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনের মধ্যে এক নারীর লাশ পড়ে আছে। তারা রোকসানার ভাই এবায়দুল হককে খবর দেন।