BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে নারী ভোটাদের ভোটকেন্দ্র আসার জন্য উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যেমিক বিদ্যালয় মাঠে আয়োজতি অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সঞ্চালনায় ভোটার উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্য রাখনে, চাঁদপুরের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার কামরুল হাসান তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার অধিকার। ভোট হলো জনগনের রায়, আপনার রায় আপনাকেই দিতে হবে। রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে দৌঁড়ানো যাবে না। আমাদের সচেতন হয়ে ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিন। গুজবে কান দেয়া যাবে না, ভোট দেয়া নাগরিকের অধিকার। ভোটকেন্দ্রে না গিয়ে চায়ের দোকানে বসে গুজব ছড়াবেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে ।