BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চট্টগ্রামে রমজান শুরু হতে না হতেই যানজটের কবলে পড়েছে নগরবাসী। বিশেষ করে ইফতারের আগমুহূর্তে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন কর্মস্থল ফেরত মানুষ। যানজট নিরসনে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও।এদিকে, কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে নগরজুড়ে। দিনের বেশিরভাগ সময় বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ নগরবাসী। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, কোনো লোডশেডিং নেই, বরং চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে। কোথাও লোডশেডিং হয়ে থাকলে তা স্থানীয় কোনো সমস্যা।সিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) দক্ষিণ এনএম নাসিরুদ্দীন বলেন, রমজানকে ঘিরে ট্রাফিক পুলিশের ডিউটি বাড়ানো হয়েছে। বিশেষ করে নিউমার্কেট, টেরিবাজারসহ শপিং মল এলাকায় বাড়তি ডিউটি চলছে।