BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকা, ২৭ মে ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার বদলে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়কে।২৭ বছর বয়সী ম্যাককয় ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে তিনি ৪৩ উইকেট শিকার করেছেন।ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় চোট পান হোল্ডার। উস্টারশায়ারের হয়ে এই মাসের শুরুতে তার সবশেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) রোববার যে বিবৃতি দিয়েছে, সেখানে হোল্ডারের চোটের ধরন বা কতদিন লাগবে সেরে উঠতে, তা জানানো হয়নি।আগের ঘোষিত ১৫ সদস্যের দলের সাথে ভ্রমণসঙ্গী রিজার্ভ হিসেবে পাঁচ জনের নাম ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। তারা হলেন কাইল মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়ান অ্যালেন, হেইডেন ওয়ালশ এবং আন্দ্রে ফ্লেচার। মূল দলের কেউ চোটে পড়লে এদের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে।