BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে নতুন বৈষম্য সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ' শিরোনামে 'সাধারণ শিক্ষার্থীদের পক্ষ' থেকে একটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের নিকট জমা দেয়া হয়েছে।তবে সে আবেদনপত্রে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৬ জন স্বাক্ষর করে তবে যারা স্বাক্ষর করেছেন তাদের মাঝে কয়েকজন জানেন না তারা স্বাক্ষর করেছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে বিভাগ বা ব্যাচে স্বাক্ষরকারী নামে শিক্ষার্থীই নেই বলে জানা যায়। এছাড়া স্বাক্ষরিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা ব্যক্তিগত মতামত থেকে সেখানে স্বাক্ষর করেছেন কোনো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে নয়।বুধবার (১৪ আগষ্ট) কয়েকজন শিক্ষার্থী মিলে এই আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। তবে শিক্ষার্থীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি।