BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রমজান শেষে মুসলিম উম্মাহ যখন ঈদের আনন্দে মেতে ওঠে, তখনই সামনে আসে আরেকটি অশেষ ফজিলতের সুযোগ—শাওয়ালের ছয় রোজা। যারা রমজান মাসে আন্তরিকভাবে রোজা পালন করেছেন, তারা যদি শাওয়ালের মাসে ছয়টি অতিরিক্ত নফল রোজা রাখেন, তবে তারা সারাবছর রোজা রাখার সওয়াব লাভ করবেন—এমন সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।হাদিসে নবীজি (সা.) বলেন,“যে ব্যক্তি রমজানের রোজাগুলো পালন করল এবং এরপর শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখল, সে যেন পুরো বছরই রোজা রাখল।”(সহীহ মুসলিম: ১১৬৪)