BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নাইম তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ–এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ।সোমবার (১০ নভেম্বর) দুপুরে তার নেতৃত্বে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শরীফপুর নামক স্থান থেকে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।শোডাউনটি শরীফপুর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।