BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লা, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে মশাল হাতে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।শনিবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় মিছিল।ক্যাম্পাস সংলগ্ন দক্ষিণ মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে শহীদ মিনারে এসে শেষ হয় মিছিল।মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। যার মধ্যে ছিল:"বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, গরীব দুঃখীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই""মেধা না কোটা, মেধা মেধা""সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে""গর্জে উঠো আরেকবার, একাত্তরের হাতিয়ার""কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে"সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলমেধাভিত্তিক নিয়োগ প্রবর্তন২০১৮ সালে সরকারি চাকরিতে নিয়োগের জন্য জারি করা মেধাভিত্তিক পরিপত্র বহাল রাখা