BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
একসময় ভালোবাসা, অপেক্ষা, অভিমান কিংবা বিদায়ের অনুভূতি ফুটে উঠত এক টুকরো চিঠির পাতায়। কাগজে লেখা সেই আবেগমাখা শব্দগুলো আজ প্রযুক্তির দাপটে অনেকটাই বিস্মৃত। তবে সেই হারিয়ে যেতে বসা চিঠিকে আবারও জীবন্ত করে তুলেছে হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহণ।তাদের ব্যতিক্রমধর্মী ধারাবাহিক আয়োজন ‘ডাকপিয়ন ৩’—একটি চিঠি উৎসব—গতকাল শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে দেশ–বিদেশ থেকে সংগৃহীত চিঠির এক অনন্য সংগ্রহ।চিঠির আবেগ ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে ফেসবুক ইভেন্টের মাধ্যমে চিঠি আহ্বান করে হিমু পরিবহণ। এতে দারুণ সাড়া মেলে। কেউ পাঠিয়েছেন পুরোনো প্রেমপত্র, কেউবা পরিবারিক স্মৃতিচিহ্ন কিংবা কোনো বিখ্যাত ব্যক্তির হাতে লেখা দুর্লভ চিঠি। সব মিলিয়ে বাছাইকৃত ৬৪টি চিঠি স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে।