BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বাংলাদেশের সিনেমা ও সংগীত ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। তিনি জানিয়েছেন, এখন ১০-১৫ কোটি টাকার বাজেটের সিনেমা তৈরি হচ্ছে, যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। "বড় বাজেটের সিনেমা মানে ভালো মানের মিউজিকেরও বাজেট বাড়বে," বলেন প্রীতম। এর ফলে সংগীত শিল্পী ও সংশ্লিষ্টরা আরও ভালো পারিশ্রমিক পাবেন এবং পুরো ইন্ডাস্ট্রিই এর সুফল ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রথম আলোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রীতম বলেন, দক্ষিণ ভারতের মিউজিক ইন্ডাস্ট্রি যেভাবে সংগীত পরিচালকদের গুরুত্ব দেয়, আমাদেরও নিজেদের বাদ্যযন্ত্রীদের প্রতি সেই সম্মান ফিরিয়ে আনতে হবে।"একটা সিনেমা দেশের ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে, আবার একটা গানও সিনেমাকে সুপারহিট করে তুলতে পারে," — এমন মন্তব্য করেন তিনি।তিনি আরও যোগ করেন, আগে যেমন সেশন মিউজিশিয়ানদের সঙ্গে আলাদা আলাদা করে কাজ হতো, এখন আবার সেই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে মানসম্মত গান তৈরি হয়।নিজের সংগীত ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে প্রীতম বলেন, বাবার (প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু) ভক্তদের কাছ থেকে প্রশংসা পাওয়া তাঁর জন্য অনেক বড় প্রাপ্তি। "অনেক পরিশ্রমের ফল আমরা পাচ্ছি। বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিতে আমি নিজের সর্বোচ্চ দিতে চাই," বলেন তিনি।