BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
নাটোরের গুরুদাসপুরের কৃষক শফিকুল ইসলাম ভেজাল ব্রি ধান-৩৯ বীজ কিনে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ১০ বিঘা জমিতে চাষ করা ধান এখন কাঁচা অবস্থায় রয়েছে এবং ধানগুলো পাকা তো দূরের কথা, শিসগুলোও চিটা হয়ে যাচ্ছে। এ অবস্থায় দিশাহারা হয়ে পড়েছেন তিনি।কৃষক শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, তিনি গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের ‘রহমান বীজ ভাণ্ডার’ থেকে ব্রি ধান-৩৯ জাতের বীজ কিনেছিলেন। অন্য কৃষকরা একই জাতের ধান কাটার পথে এলেও তার জমিতে ধান পাকা শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল বলেন, “ব্রী ধান-৩৯ জাতের কথা বলে মিশ্রজাতের বীজ দিয়ে প্রতারণা করা হয়েছে। আমি বীজ ভাণ্ডারের বিচার দাবি করছি।”