BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
স্টাফ রিপোর্টার - ইমরান হক।। চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সোমবার (৭ জুলাই) বিকেলে 'জুলাই মঞ্চ' কাঠামোর চাঁদপুর জেলার নবগঠিত নেতৃন্দের মতবিনিময় সভা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।এ সভায় জেলা কাঠামোর আহ্বায়ক সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা কাঠামোর আহত প্রতিনিধি শাহপরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, জুলাই চেতনায় মানুষের স্বাধীনতা ও নিরাপত্তায় জেলায় চুরি, কিশোর গ্যাং রোধে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।তিনি আরো বলেন, আপনারা তরুণ প্রজন্ম মাদক নিয়ে কথা বলেন এবং মাদক নিরসন করার জন্যে অগ্রসর হয়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। মাদক নিরসনের জন্যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের টহল দরকার, আমরা ইউনিয়ন পরিষদে টহলের ব্যবস্থা করবো। কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসের বিষয়ে আপনারা আমাদের তথা দেবেন আমরা ব্যবস্থা নেবো।সভায় সভাপতির বক্তব্যে সাংবাদিক মো. জাকির হোসেন সবাইকে প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লব প্রমাণ করেছে যে, জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিলো না, বরং এটি ছিলো একটি সমাজের মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই বিপ্লব প্রমাণ করেছে যে, জনগণ ঐক্যবদ্ধ হলে যে কোনো স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পারে। জুলাই সঞ্চ প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সারা বাংলাদেশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।