BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও ছোট সীমান্তপথ ব্যবহার করে কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশ destabilize করার উদ্দেশ্যে অস্ত্র চোরাচালানে সক্রিয় হয়েছে। বিশেষ করে গত তিন মাসে সীমান্ত এলাকায় অস্ত্র জব্দের ঘটনা বেড়ে গেছে বহুগুণে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, এ সময় শুধু তাদের হাতেই উদ্ধার হয়েছে অর্ধশত অবৈধ আগ্নেয়াস্ত্র ও সহস্রাধিক রাউন্ড গুলি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছোট আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।গত তিন মাসে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ১৬টি দেশি-বিদেশি পিস্তল২টি রিভলভার২টি এসএমজি৫টি রাইফেল১৬টি দেশীয় বন্দুক৩টি শর্টগান৩টি মর্টার শেল৮টি হ্যান্ড গ্রেনেড২৭টি দেশীয় অস্ত্র২১টি ম্যাগাজিন১০০৩ রাউন্ড গুলি