BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আমাদের পরিচিত ভিটামিনের তালিকায় ‘ভিটামিন পি’ নামটি নেই। অথচ উদ্ভিজ্জ খাবারে থাকা এক ধরনের উপাদান ফ্লাভোনয়েডকে একসময় বলা হতো ভিটামিন পি। আজও এই উপাদান নিয়ে গবেষণা চলছে। তবে একথা নিশ্চিত—এই ফ্লাভোনয়েড দেহে দারুণ সব কাজ করে।কী এই ভিটামিন পি?স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন জানালেন, ফ্লাভোনয়েড হলো উদ্ভিদে থাকা প্রাকৃতিক জৈবরাসায়নিক এক উপাদান, যা আমাদের দেহে অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে। বয়স বাড়ার সঙ্গে যে শারীরিক অবনতি ঘটে, তা কমাতে সহায়তা করে এই উপাদান।ভিটামিন পি কি আসলেই ভিটামিন?প্রথম আবিষ্কারের সময় একে ‘ভিটামিন পি’ বলা হলেও পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেছেন, এটি প্রচলিত ভিটামিনের গঠনের সঙ্গে মেলে না। তাই এটি এখন আর "ভিটামিন" হিসেবে স্বীকৃত নয়।