BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বার্সেলোনার আক্রমণভাগে যেন ফিরতে শুরু করেছে সেই পুরোনো জাদু। নেইমার, মেসি ও সুয়ারেজ—ত্রিমুখী ত্রাস ‘এমএসএন’ জুটির পর আবারও যেন একত্র হয়েছে এক স্বপ্নের আক্রমণত্রয়। এবার সেখানে নাম রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডফস্কি।গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। তিন তারকাই রেখেছেন অবদান। জোড়া গোল করেছেন লেভা, গোল করেছেন ইয়ামাল ও রাফিনিয়াও। শুধু তাই নয়, গোল করানোর ক্ষেত্রেও তাঁদের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে ফেরমিন লোপেজ বলেন, ‘এমএসএন ছিল অসাধারণ, কিন্তু এখন যাঁরা আছেন, তাঁরাও কিছু কম নন।’