ফুটবলে ‘ঈশ্বরের’ অভাব নেই। ব্রাজিলে পেলে, আর্জেন্টিনায় ম্যারাডোনা ও মেসি, পর্তুগালে রোনালদো—এদেরই ভক্তরা শ্রদ্ধায় ঈশ্বরের আসনে বসিয়েছেন। ঠিক তেমনই, বার্সেলোনার সমর্থকেরা এখন লামিনে ইয়ামালকে নতুন ‘ফুটবল দেবতা’ ভাবতে শুরু করেছেন। আর সেটির পেছনে রয়েছে যৌক্তিক কারণও।
বার্সার ভক্তরা মাইকেল অ্যাঞ্জেলোর বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ‘দ্য ক্রিয়েশন অব অ্যাডাম’-এর সঙ্গে এক বিস্ময়কর মিল খুঁজে পেয়েছেন ইয়ামাল ও মেসির মধ্যে। ছবিতে যেমন আদমের আঙুল ছুঁয়ে দিচ্ছেন ঈশ্বর, তেমনই একসময় শিশুবয়সী ইয়ামালকেও মেসির স্পর্শ পেয়েছিলেন। অনেকের মতে, মেসির আশীর্বাদেই জন্ম নিয়েছে নতুন ফুটবল বিস্ময়।
মেসির ছায়াতলে ইয়ামালের উত্থান
ইয়ামালের খেলা দেখে অনেকেই মেসির শৈশবের দিনগুলো মনে করছেন। বাঁ-পায়ের ক্ষুরধার ড্রিবলিং, ডান প্রান্ত থেকে কেটে ভেতরে ঢুকে নিখুঁত বাঁকানো শট—সবকিছুতেই যেন লিওনেল মেসির ছাপ! সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষে ইয়ামালের গোলটি ছিল যেন ঠিক মেসির মতোই। শুধু ভাগ্য নয়, খেলার ধরণেও দুজনের অদ্ভুত মিল!
মেসির মতোই সামনে হয়তো আরও অনেকেই আসবেন, কিন্তু ১৭ বছর বয়সী ইয়ামালই সম্ভবত প্রথম সত্যিকারের ‘নতুন মেসি’! অতীতে ‘নতুন মেসি’ তকমা অনেকেই পেয়েছেন, কিন্তু ইয়ামালের মতো সঠিক পথে এগোতে পেরেছেন কজন?
ইফতারের সময়েও খেলার প্রতি নিষ্ঠা
ম্যাচের একপর্যায়ে খেলা কিছুক্ষণ থেমেছিল, কারণ তখন ইফতারের সময় হয়েছিল। কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, রেফারি ইয়ামালকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কিছু খেতে চান কি না। কিন্তু ইয়ামাল উত্তর দেন, “আমার চাওয়া শুধু খেলা!” তবে পরে কিছু ছবিতে দেখা গেছে, তিনি কিছু পান করেছেন। নিজের ধর্মে গভীর বিশ্বাসী ইয়ামাল বলেন, “আমি সুস্থ এবং শক্তিশালী। রোজা রাখা আমার জন্য কোনো বাধা নয়।”
মেসির থেকেও ভালো শুরু?
পরিসংখ্যানও ইয়ামালের পক্ষে কথা বলছে। ১৭ বছর বয়সে মেসি যেখানে বার্সার হয়ে ৯ ম্যাচে মাত্র ১ গোল করেছিলেন, সেখানে ইয়ামাল এরই মধ্যে ৮৮ ম্যাচে ১৯ গোল ও ২৪ অ্যাসিস্ট করে ফেলেছেন! স্পেন জাতীয় দলের হয়েও দুর্দান্ত ফর্মে আছেন এই তরুণ।
তবে শুধুমাত্র দুর্দান্ত শুরুর ভিত্তিতে মেসির উত্তরসূরি হওয়া যায় না। দিনের পর দিন নিজের সেরাটা দিয়ে প্রমাণ করতে হয়। ইয়ামাল কি পারবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এই বিস্ময়বালকের দিকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!