স্প্যানিশ লা লিগার প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে কাতালান জায়ান্টদের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। বাকী দুটি গোল করেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল ও রাফিনিয়া।
এল ক্লাসিকোর শুরুতেই রিয়াল বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি করলেও বার্সেলোনার চতুর অফসাইড ট্রাপের কারণে তারা গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বার্সেলোনা গতি বাড়ায়। ম্যাচের ৫৪তম ও ৫৬তম মিনিটে লেভানডভস্কি গোল করে রিয়ালের সব আশা শেষ করে দেন।
১৭ বছর বয়সী লামিন ইয়ামাল ৭৭তম মিনিটে গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব অর্জন করেন। এরপর ৮৪তম মিনিটে রাফিনিয়া গোল করে ব্যবধান ৪-০ করেন।
এই জয়েই বার্সেলোনার পয়েন্ট ৩০-এ উন্নীত হয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তারা রিয়ালের থেকে ৬ পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থানে থাকা ভিয়ালিয়ারের থেকে ৯ পয়েন্টে রয়েছে। এল ক্লাসিকোতে বার্সার এই জয়ের ফলে ফুটবল বিশ্বে তাদের শক্তি আবারও প্রমাণিত হলো।
মন্তব্য করার জন্য লগইন করুন!