BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাহাতুল ইসলাম (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে শনিবার (১১ মে) রাতে এ আত্মাহত্যার ঘটনা ঘটে। মৃত রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা একজন দরিদ্র মানুষ, ব্যাটারী চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে ৪ সদস্যের পরিবার পরিচালনা করে। খবর পেয়ে রোববার (১২ মে) সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়ার পর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। শিক্ষা জীবনে অনেক মেধাবী ছাত্র হলেও গত কয়েক মাস যাবত সে হঠাৎ করে বখাটেদের সাথে মেলামেশা শুরু করে। এক পর্যায়ে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। তাঁর পরিবারের লোকজন রাহাতুল ইসলামকে অনেক বাঁধা নিষেধ করেও মাদকের কাছ থেকে তাঁকে ফেরাতে পারেন নি। গত কয়েকদিন যাবত সে বায়না ধরেছে, তাকে মোটর সাইকেল কিনে দেয়ার জন্য। তাঁর দরিদ্র বাবার পক্ষে মোটর সাইকেল কিনে দেয়া সম্ভব নয়, জানিয়ে দেয়ার পর সে নিজেদের বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।