বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রণীর ছাত্রী সুমী আক্তারের বখাটে শাকিলের কারণে স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। ছোট নগরের মোস্তফা মিয়ার পুত্র শাকিল প্রতিদিনই স্কুলে আসা যাওয়ার পথে সুমীকে পথ আগলিয়ে নোংরা ও বাজে কথা বলে। যে কারণে সুমী আক্তারের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।
এ বিষয়ে সুমীর মা ছফিনা বেগম ২৫ ফেব্রুয়ারী বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের খবর পেয়ে রাগে উত্তেজিত হয়ে উঠেছে শাকিল। সে প্রকাশ্য দিবালোকে সুমী ও তার পরিবারের লোকজনকে শায়েস্তা করার হমকি দিয়ে হাতে লোহার রড নিয়ে সুমীর বাড়ীর আশে পাশে ঘুরাঘুরি করতে থাকে।
ভয়ে সুমীকে গৃহে আটক করে রাখে তার পরিবার। সুমীর ভবিষ্যত নিরাপত্তা নিয়ে উৎকন্ঠায় আছে সুমীর পরিবার। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকসেবি শাকিল এতোই বেপরোয়া যে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পায় না। এ বিষয়ে বানিয়াচংয়ের সুশীল সমাজ দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!