BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “নুরের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা হয়েছে। এর দায় এড়াতে সরকার পারবে না।”এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, নুর সুস্থ হওয়ার পর তাদের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। তিনি অভিযোগ করেন, সেনাসদস্যদের একটি অংশ মবের মতো নুরসহ অন্যান্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে সামরিক আইনে বিচার করতে হবে।রাশেদ খান আরও বলেন, “আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম। তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। এটিকে মব বলা যায় না। যদি মব বলা হয়, তবে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর ওই সদস্যরা।”