BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি থাকলেও, থেমে নেই উত্তেজনা। এবার মুখোমুখি লড়াইয়ের ময়দানে নামছে ড্রোন—নতুন যুগের নতুন অস্ত্র। কাশ্মীর সীমান্তে একের পর এক ড্রোন হামলা ও প্রতিরোধে যেন ফের জেগে উঠেছে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সামরিক উত্তাপ।গত ৮ মে জম্মুর আকাশে পাকিস্তান থেকে আসা ড্রোন লক্ষ্য করে গুলি চালায় ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী। এরপর চার দিন ধরে চলা পাল্টাপাল্টি আক্রমণ থামে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিতে। কিন্তু এই বিরতির ফাঁকেই শুরু হয় এক নতুন প্রতিযোগিতা—কে কতো আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সামরিকভাবে এগিয়ে যাবে, তাই নিয়ে এখন টানটান লড়াই।বিশেষজ্ঞদের মতে, এবারই প্রথম ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এত ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে।ড্রোনে বিশাল বিনিয়োগ, সামরিক ব্যয় বাড়াচ্ছে ভারতভারত এখন ড্রোন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে। ‘ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়া’র প্রধান স্মিত শাহ জানান, আগামী এক-দুই বছরে ভারত প্রায় ৪৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে, যা পূর্বের তুলনায় তিন গুণ বেশি। জরুরি প্রতিরক্ষা ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া ৪.৬ বিলিয়ন ডলারের বড় একটি অংশই যাচ্ছে ড্রোন সংগ্রহে।ভারতের শীর্ষ ড্রোন কোম্পানি ‘আইডিয়াফোর্জ’-এর ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা বলেন, “প্রতিদিনই আমাদের ডাকা হচ্ছে ট্রায়াল দেখানোর জন্য। প্রতিরক্ষা কর্মকর্তারা এখন ড্রোনকেই গুরুত্ব দিচ্ছেন।”