BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরগুনায়, বৃহস্পতিবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনটি গরু আহত হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, মিরন মৃধা ও হেলাল মৃধা, দুই চাচাতো ভাই, হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি শুরু হতে দেখে তাদের পালিত গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখেন। দুপুরে হঠাৎ করেই তীব্র বজ্রপাতের সাথে সাথে গোয়ালঘরের পাশে থাকা একটি চাম্ভুল গাছে বজ্রপাত করে। বজ্রপাতের আঘাতে গোয়ালঘরের ভেতরে থাকা মিরন মৃধার দুটি এবং হেলাল মৃধার একটি, মোট তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও, গোয়ালঘরে আশ্রয় নেওয়া আরও তিনটি গরু আহত হয়।বৃষ্টি থামার পর গরুর মালিকরা গোয়ালঘরে গিয়ে তাদের গরুগুলোকে মৃত অবস্থায় দেখে কান্না-বিলাপ করতে থাকেন।