বরগুনায়, বৃহস্পতিবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনটি গরু আহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মিরন মৃধা ও হেলাল মৃধা, দুই চাচাতো ভাই, হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি শুরু হতে দেখে তাদের পালিত গরুগুলোকে গোয়ালঘরে বেঁধে রাখেন। দুপুরে হঠাৎ করেই তীব্র বজ্রপাতের সাথে সাথে গোয়ালঘরের পাশে থাকা একটি চাম্ভুল গাছে বজ্রপাত করে। বজ্রপাতের আঘাতে গোয়ালঘরের ভেতরে থাকা মিরন মৃধার দুটি এবং হেলাল মৃধার একটি, মোট তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও, গোয়ালঘরে আশ্রয় নেওয়া আরও তিনটি গরু আহত হয়।
বৃষ্টি থামার পর গরুর মালিকরা গোয়ালঘরে গিয়ে তাদের গরুগুলোকে মৃত অবস্থায় দেখে কান্না-বিলাপ করতে থাকেন।
স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদার বলেছেন, "এই বজ্রপাতে দুই দরিদ্র কৃষকের বড় ক্ষতি হয়েছে। মৃত তিনটি গরুর বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।" তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
নিহত গরুর মালিক মিরন মৃধা কান্নাকাটা কণ্ঠে বলেছেন, "আমার সব শেষ হয়ে গেছে। গরুগুলো না থাকায় এখন আমি কিভাবে জমিতে চাষাবাদ করবো?"
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানিয়েছেন, "বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!