BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার যা বলে তা করে দেখায় বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী (অর্থ) মোল্লা আব্দুল গণী বারাদার।তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার শুধু বুলি আওড়ায় না। বরং যা বলে তা করে দেখায়। যে উপদেশ অপরকে দেয় তা নিজেরাও পালন করে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় প্রদেশ যাবুলে ওমারি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।আফগান উপ-প্রধানমন্ত্রী আরো বলেন, ধারাবাহিকভাবে আমরা গর্ব ও সম্মানবোধ করার সুযোগ পাচ্ছি এজন্য যে, আমরা একের পর এক আমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূরণ করে চলেছি। ইমারাতে ইসলামিয়ার সরকার জনগণের সেবায় নিজেদের প্রচেষ্টা আরো বাড়িয়েছে বলে উল্লেখ করেন। সকল মন্ত্রী, কর্মকর্তা ও কর্মচারী জনগণের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান।