BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ছবিতে প্লেব্যাক করলেন বাংলাদেশি গায়কবাংলাদেশের জনপ্রিয় গায়ক সৈয়দ অমি এবার পা রাখলেন টালিউডে। পশ্চিমবঙ্গের জিৎ চক্রবর্তী পরিচালিত আসন্ন ছবি ‘আড়ি’-তে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমার ‘মরুভূমি’ শিরোনামের গানে তাঁর কণ্ঠ ইতোমধ্যেই আলোচনায়।গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী, সংগীত প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। সিনেমাটিতে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান, মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল।ট্রেলারে ভেসে এলো পরিচয়সৈয়দ অমি জানান, “গত ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। কাউকে বলিনি। গতকাল যখন সিনেমার ট্রেলারে ব্যাকগ্রাউন্ডে নিজের গলা শুনলাম, তখনই বুঝলাম—এটা অফিসিয়াল হয়ে গেছে। লিংকন দাদাও জানালেন, গানটি টিমের সবাই পছন্দ করেছে।”