রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল নিলামে মোট ৮৮ জন ক্রিকেটারকে কিনেছে দলগুলো। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন ২৩ জন খেলোয়াড়। নিয়ম অনুযায়ী, নিলাম থেকে প্রতিটি দলকে অন্তত ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার বাধ্যবাধকতা ছিল। নিলামে স্থানীয় ও বিদেশি মিলিয়ে প্রায় চারশ খেলোয়াড় ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন কোনো দল পাননি।
দল না পাওয়া বিদেশি তারকাদের তালিকায় রয়েছেন—আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, চারিথ আসালঙ্কা, মাথিশা পাথিরানা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারসে, চামিকা করুনারত্নে, দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ, সালমান আলী আগা, শোয়েব মালিক ও পিযূষ চাওলা।
বিদেশি খেলোয়াড়দের জন্য দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করতে পারলেও নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স ৫০ হাজার ডলারও খরচ করেনি। নিলামে সবচেয়ে বেশি ৭৫ হাজার ডলার ব্যয় করেছে ঢাকা ক্যাপিটালস। নিলামে তিন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া একমাত্র দলও এটি।
লগইন
বিপিএল নিলাম শেষ, দল পাননি বহু তারকা ক্রিকেটার
মন্তব্য করার জন্য লগইন করুন!