ফরাসি ফুটবলের শীর্ষ লিগ আঁ এবার যেন পরিণত হয়েছে ‘লিগ আঁহ’-এ। ম্যাচে গোলের চেয়ে আলোচনায় বেশি থাকছে পেনাল্টি মিসের ঘটনা। এবারের মৌসুমে এখন পর্যন্ত নেওয়া ১১টি পেনাল্টির মধ্যে ৬টিই গোলবারে পৌঁছায়নি!
গতকাল তুলুজ-পিএসজি ম্যাচে যোগ করা সময়ে ঘটে এক নাটকীয় মুহূর্ত। এক মিনিটের ব্যবধানে দুটি পেনাল্টি প্রতিহত করেন পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়ে। প্রথম শট নেন তুলুজের ফরোয়ার্ড ফ্রাঙ্ক মাগরি, কিন্তু শেভালিয়ে ডান দিকে ঝাঁপিয়ে তা ঠেকান। তবে পিএসজির খেলোয়াড়রা বক্সে ঢুকে পড়ায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। এবার শট নেন ক্রিস্তিয়ান কাসেরেস জুনিয়র। কিন্তু শেভালিয়ে নড়েননি এক ইঞ্চিও, আর তার হাতেই ধরা পড়ে যায় শক্তিশালী শট। মুহূর্তেই নায়ক বনে যান ফরাসি গোলকিপার।
শেষ পর্যন্ত ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে পিএসজি জয় পায় ৬–৩ ব্যবধানে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মিস করা পেনাল্টি।

অপ্টার তথ্য অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ফরাসি লিগ আঁ-তেই পেনাল্টি মিসের হার সবচেয়ে বেশি—৫৪.৫৫ শতাংশ। বাকি চার লিগ (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ ও জার্মান বুন্দেসলিগা) মিলিয়ে ব্যর্থতার হার মাত্র ১৯.২৩ শতাংশ।
ট্রান্সফারমার্কেটের তথ্যে জানা যায়, চলতি মৌসুমে ২২ ম্যাচে ১৮ দলের মধ্যে ৭ দল পেনাল্টি পেয়েছে। পিএসজি সর্বোচ্চ তিনবার সুযোগ পেলেও দুটিতে সফল হয়েছে। মার্শেই দুইবারের মধ্যে একটিতে গোল করেছে। অন্যদিকে লিল, লরিয়াঁ, অজের ও তুলুজ সুযোগ পেয়েও ব্যর্থ। একমাত্র লাঁস শতভাগ সাফল্য ধরে রেখেছে।
ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার উসমান দেম্বেলেও এবার পেনাল্টি মিস করেছেন। আর এটিই প্রমাণ করছে, ফরাসি লিগে পেনাল্টি নিতে নামা মানেই যেন ঝুঁকি।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০টির মধ্যে ৭টি গোল হয়েছে। লা লিগায় ৮টির মধ্যে মাত্র একটি মিস করেছে নবাগত রিয়াল ওভিয়েদো। বুন্দেসলিগায়ও ব্যর্থ হয়েছে শুধু বরুসিয়া ডর্টমুন্ড। আর সিরি আ–তে পেনাল্টি সাফল্যের হার শতভাগ।
সবশেষ মৌসুমে সবচেয়ে বেশি পেনাল্টি মিস হয়েছিল জার্মান বুন্দেসলিগায় (২৫টি)। তবে এবার লিগ আঁ শুরুতেই এগিয়ে যাচ্ছে ব্যর্থতার তালিকায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!