BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব প্রুশিয়ার অরণ্যে ‘ভল্ফশাঞ্জে’ নামের গোপন বাংকারে কাটানো অ্যাডলফ হিটলারের তিন বছরের জীবন এবং মানসিক অবনতির চিত্র তুলে এনেছেন ইতিহাসবিদ ফেলিক্স বোয়ের। তাঁর গবেষণাধর্মী বইয়ে উঠে এসেছে ষড়যন্ত্র, যুদ্ধব্যর্থতা এবং একনায়কতান্ত্রিক মানসিক সংকটের বিস্তারিত খতিয়ান।মানবীয় ভাষায় পুনর্লিখন:দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকারতম একটি অধ্যায় ছিল হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানির উত্থান ও করুণ পতন। কিন্তু ইতিহাসের এই ভয়াবহ কাহিনির মাঝে এক রহস্যময় অধ্যায় অনেকটাই অজানাই থেকে গেছে—পূর্ব প্রুশিয়ার গভীর অরণ্যে অবস্থিত হিটলারের গোপন সামরিক ঘাঁটি ‘ভল্ফশাঞ্জে’ বা ‘নেকড়েদের আস্তানা’। এখানে, পুরো তিন বছর—১৯৪১ থেকে ১৯৪৪—প্রায় ৮০০ দিনের বেশি সময় কাটিয়েছেন হিটলার, বিচ্ছিন্নভাবে, যন্ত্রণায়, ষড়যন্ত্র আর আত্মবিশ্বাসহীনতায় জর্জরিত হয়ে।জার্মান ইতিহাসবিদ ও সাংবাদিক ফেলিক্স বোয়েরের লেখা সাম্প্রতিক বই ‘পতনের পূর্বে ভল্ফশাঞ্জে হিটলারের বছরগুলো’ এই অজানা সময়ের দরজায় আলো ফেলেছে। বইটিতে উঠে এসেছে হিটলারের দৈনন্দিন জীবন, মানসিক অবস্থা, অপ্রতিরোধ্য নেতার ভেতর জমতে থাকা সন্দেহ, রোগ ও ব্যর্থতার গ্লানি।