BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি যেন এক আনন্দমেলা—যেখানে তারকারা আসেন নিজেদের মতো করে, কেউ একা, কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ আবার বিশেষ গল্প নিয়ে।লালগালিচায় একসঙ্গে দেখা গেল নির্মাতা নুহাশ হুমায়ূন ও অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল–কে। তাঁদের বন্ধুত্ব নতুন কিছু নয়। নুহাশের পরিচালনায় কাজও করেছেন সুনেরাহ্। তবে দর্শকদের হাসাতে ছাড়লেন না উপস্থাপক তাসনিয়া ফারিণ। পুরস্কার নিতে মঞ্চে ওঠা নুহাশকে উদ্দেশ করে মজায় বললেন, “ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্ ছাড়া আরও অভিনেত্রী আছে!”এরপর লালগালিচা আলোকিত করলেন অভিনেতা ইয়াশ রোহান ও তাঁর বাবা নরেশ ভূঁইয়া। বাবা–ছেলের একসঙ্গে আগমন আর হাসিমুখে ছবি তোলার মুহূর্তে মুগ্ধ দর্শক ও সহকর্মীরা। সবাই আলাদা করে কুশল বিনিময় করলেন, একবার বাবার সঙ্গে, আরেকবার ছেলের সঙ্গে।