মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি যেন এক আনন্দমেলা—যেখানে তারকারা আসেন নিজেদের মতো করে, কেউ একা, কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ আবার বিশেষ গল্প নিয়ে।
লালগালিচায় একসঙ্গে দেখা গেল নির্মাতা নুহাশ হুমায়ূন ও অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল–কে। তাঁদের বন্ধুত্ব নতুন কিছু নয়। নুহাশের পরিচালনায় কাজও করেছেন সুনেরাহ্। তবে দর্শকদের হাসাতে ছাড়লেন না উপস্থাপক তাসনিয়া ফারিণ। পুরস্কার নিতে মঞ্চে ওঠা নুহাশকে উদ্দেশ করে মজায় বললেন, “ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্ ছাড়া আরও অভিনেত্রী আছে!”
এরপর লালগালিচা আলোকিত করলেন অভিনেতা ইয়াশ রোহান ও তাঁর বাবা নরেশ ভূঁইয়া। বাবা–ছেলের একসঙ্গে আগমন আর হাসিমুখে ছবি তোলার মুহূর্তে মুগ্ধ দর্শক ও সহকর্মীরা। সবাই আলাদা করে কুশল বিনিময় করলেন, একবার বাবার সঙ্গে, আরেকবার ছেলের সঙ্গে।
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবার এলেন একা। হাসতে হাসতে জানালেন, “প্রতিবার কারও না কারও সঙ্গে আসি, এবার একাই এসেছি—বেশি ছবি তোলার জন্য।” একাকিত্বে ছিল আত্মবিশ্বাস, আর ক্যামেরার সামনে ছিল মুক্ত উপস্থিতি।
লালগালিচার আরেক আবেগঘন মুহূর্তে উঠে এলেন মডেল সামিরা সৈয়দ। এই দিনেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব ফিল্ম ‘মির্জা’, আর তিনি প্রথমবার অংশ নিলেন মেরিল–প্রথম আলো পুরস্কারে। দিনটি স্মরণীয় করে রাখতে পরেছিলেন মায়ের ৪০ বছরের পুরোনো শাড়ি। জানালেন, “মা সবসময় পাশে থেকেছেন, তাই তাঁর স্মৃতিকে বয়ে এনেছি এই আয়োজনে।”
লালগালিচা শুধু ফ্যাশনের প্রদর্শনী নয়, এখানে প্রতিটি পদক্ষেপের পেছনে থাকে গল্প, আবেগ ও স্মৃতি। ২৬তম আসরেও সেই রীতি অটুট ছিল।
মন্তব্য করার জন্য লগইন করুন!