BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ থেমে যায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। রাতের অন্ধকারে হঠাৎ এই ঘটনায় প্রায় ৯০০ যাত্রীর মধ্যে তৈরি হয় আতঙ্ক। অনেকেই নামতে শুরু করলে ট্রেনের সাউন্ড সিস্টেমে ঘোষণা আসে—“যাত্রীদের নামার দরকার নেই।”সোমবার রাত ১০টা ১০ মিনিটে পটিয়া উপজেলার গিরিশচন্দ্র বাজার এলাকায় থেমে যায় ট্রেনটি। ইঞ্জিনের বাফার হুক ভেঙে গিয়ে যাত্রীবাহী ১৮টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় বগিগুলো স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করছিল। চারপাশের অচেনা পরিবেশে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।যাত্রী মাহবুব আলম জানান, ট্রেন হঠাৎ থেমে গেলে অনেকেই কারণ জানতে ছুটোছুটি শুরু করেন। কয়েকজন নেমেও পড়েন। পরে রেলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যাতে কেউ ট্রেন থেকে না নামেন। প্রায় দেড় ঘণ্টা পর চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলো টেনে আনে। রাত ১২টার দিকে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।