BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য পিঠাপুলি। শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। সেই পিঠাপুলির মধুর ঘ্রাণেই মুখরিত চাঁদপুরের হাজীগঞ্জ। শুক্রবার (২৬ জানুয়ারি) বিজনেস পার্ক ট্রেড সেন্টারের ফুড লাভার্স এন্ড পার্টি সেন্টারে শুরু হয়েছে এ পিঠা উৎসব।হাজীগঞ্জ ফোরাম আয়োজিত দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।উদ্বোধনী অনুষ্ঠানে পঙ্কজ কুমার দে বলেন, গ্রামীণ সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাপুলি। এ পিঠাপুলির উৎসবের আয়োজন আমাদেরকে সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। এটা শুধু একটি উৎসব নয়, এটা নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাকও। তাই আবহমান বাংলার সংস্কৃতির চিরন্তন উপাদান তুলে ধরার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।উৎসবে ইশার পিঠা ঘর, রাধুনী মার্ট, সাজদা দি কেক স্টোরি, আনিশা পিঠা ঘর, গোপাল ঘর, ফুডপিক, সাথী শখের হাঁড়ি ঘর, নবান্ন পিঠা ঘর, শিউলী ফুড জোন, ইয়াম্মি কেক, মারিয়া ইয়াম্মি ক্যার্ভেস, দিয়া ফ্যাশনসহ নারী উদ্যোক্তাদের ২০টি স্টলে প্রায় শতাধিক পদের পিঠা নিয়ে হাজির হয়েছেন উপজেলার পিঠাশিল্পীরা।।