BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী রহ.: ইলম, আদব ও প্রজ্ঞায় ভরা এক আলোকিত জীবনের অধ্যায়বাংলাদেশের সমকালীন ইসলামী অঙ্গনের প্রজ্ঞাবান আলেম আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. ছিলেন শান্তস্বভাব, বিনয়ী এবং নৈতিকতার এক আদর্শ প্রতীক। ১৯৫৮ সালের ২০ ডিসেম্বর কুমিল্লার চড্ডা গ্রামে জন্ম নেওয়া এই আলেমের জীবন ছিল ইলম, তাকওয়া ও রহমতের পথে অবিচল যাত্রা।