BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল রাতে(৩ সেপ্টেম্বর) হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে আজ বিকাল ৫.৩০টায় সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাফিন কায়সার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলাকা পরিবহনে ঢাকা যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। কিন্তু বাস কর্তৃপক্ষ তাকে কোনো অথরিটির কাছে না পৌঁছে দিয়ে বা তার পরিবারের কারো সাথে যোগাযোগ না করে রাস্তায় ফেলে রেখে যায়। এই ঘটনা শুনে আমরা নতুল্লাবাদ গিয়ে ঘটনার সত্যতা পাই এবং আইনের আশ্রয় নেই। পরে বন্দর থানার ওসির মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতায় ভুক্তভোগী শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে বলে মুসলেকা দেওয়া হয়। তখন তারা ৩২ হাজার টাকা দেয়। গতকাল রাতে বাকি আট হাজার টাকা নিতে ফোন করে বটতলায় ডাকে। সেখানে যাওয়ার পরই আমাদের উপর বিএম কলেজের প্রধান সমন্বয়ক দাবি করা মোস্তাফিজুর রহমান, রাজু সহ কয়েকজন আমাদের উপর নৃশংসভাবে হামলা করে। এক পর্যায়ে আমরা প্রাণ ভিক্ষা চাই।আমাদেরকে মেরে ,আটকে রেখে চাঁদাবাজ ট্যাগ দিয়ে ভিডিও করে ,সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করে। এই ভিডিও পাবলিশ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করতে এবং মীমাংসার উদ্দেশ্যে একটি বাস নিয়ে আসেন। কিন্তু বিএম কলেজের শিক্ষার্থী পরিচয়ধারী সন্ত্রাসীরা আমাদের বাস ভাঙচুর করে এতে বাসের ভিতর থাকা ৩০-৩৫জন শিক্ষার্থী আহত হয়।