BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
উচ্চ ফলনশীল বিনাচিনাবাদাম-৬ প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার, গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে রাজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ মাঠ দিবসের আয়োজন করে।মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা-র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি ভাচ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বিনা-র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমান এবং গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ : দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ভাংচুর এর প্রতিবাদে গোপালগঞ্জে সুনাতন ধর্মাবলম্বালীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ৮ দফার দাবিতে। আজ সোমবার দুপুরে জেলার ৫ উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল জেলা শহরের প্রেসক্লাব সামনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকেরা জড়ো হয়। শহরের পুলিশ লাইন থেক পাচুড়িয়া প্রায় ২ কিলোমিটার জুড়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। তুমি কে আমিকে বাঙ্গালী, বাঙ্গালী স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর জুড়ে। জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভাবে টহল অবহ্যত রয়েছে। এ সময় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি মিনাল কান্তি রায় বলেন, সারা দেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ভাংচুর, বসত ঘরে হামলা,জমি দখল সহ আমাদের উপর নির্যাতন করে যাচ্ছে একটি মহল।