ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অটোরিক্সার নিচে পড়ে মো.আনাস নামে ৪ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার(২০এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া দানারহাট গ্রামে শিশু আনাসের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আনাস ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় দানারহাট গ্রামের জালালউদ্দীনের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির পাশে এক প্রতিবেশী অটোরিক্সা চাবি লাগানো অবস্থায় দাঁড়িয়ে রেখেছিল। শিশু অনাস হঠাৎ ওই অটোরিক্সায় উঠে গাড়িতে থাকা চাবি দিয়ে স্টার্ট দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি উল্টে যায়।
এ সময় শিশু আনাস অটোর নীচে চাপা পড়ে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা: মো: নুরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনাসের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!