আল ইব্রাহিম,শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে মাহাদি হাসান ইমন নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাশের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মাহাদি হাসান ইমন ওই গ্রামের রিপন মিয়ায় ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মতিন মিয়া জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মাহাদি হাসান ইমন কে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!